Email: mail@preneurlab.com বাংলা
  • Home
  • Zakat Calculate
  • How It Works
  • Why You Trust Us
  • Register
  • Contact Us
  • Login
  • Donate Now

Connect. Donate. Impact.

Your time to make a difference.
REGISTER

Verify. Donate. Validate.

How many lives you can change today ?
REGISTER

ধর্ষণের শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিন

মানুষের জীবনের সূচনা হয় নারীদের মাধ্যমে। এদের মধ্যেই কেউ হয়তো বা আমাদের মা, বোন, স্ত্রী অথবা মেয়ে। সমাজের নৈতিক অবক্ষয় এতটা বেড়েছে যে এই নারীরাই হচ্ছে ধর্ষণ ও যৌন হয়রানির ভয়ংকর শিকার। এদের মধ্যে অনেকেই এই নির্মম পরিহাসের বিচার পায় না। অনেক এর আর্থিক অবস্থাও সচ্ছল থাকে না যে তারা বিচারের জন্য আবেদন করবে। আমরা কি পারি না এইসব মানসিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে? তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে? তাদের সুন্দর ও স্বাভাবিক কর্মজীবন তাদের ফিরিয়ে দিতে? এই ধরনের ঘটনাগুলো এই মানুষগুলোর স্বাভাবিক জীবনকে এতটাই ক্ষতিগ্রস্থ করেছে যে তাদের কাছে নিজের জীবনের কোন মূল্যবোধই থাকে না। তারা বেঁচে থাকার কোন অর্থ খুঁজে পায় না। কিন্তু যথাযথ সহযোগিতা পেলে এই মানুষগুলোই হয়ে উঠতে পারে আমাদের সমাজের জন্য বড় কিছু। এই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া মানুষগুলোকে, তাদের ট্রমা থেকে বের করে নিয়ে আসতে কাউন্সিলিং থেকে শুরু করে সব রকমের সহায়তা দেওয়া প্রয়োজন যেন তারা তাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারেন, তারা যেন আবার তাদের কর্মজীবনে ফিরে গিয়ে তাদের জীবনকে নতুন করে শুরু করতে পারে। তাদের এই কঠিন মুহূর্তে সমর্থন জানাতে এবং নতুন উদ্যমে পথচলা শুরু করার উপায় বের করে দিতে তাদের সহযোগিতা করুন এই তহবিলের মাধ্যমে। কেননা আপনার সামান্য অনুদানই পারে হাজার মানুষের জীবনকে সুন্দর করে তুলতে ।

Earned: 20000 TK.

Money Donors: 2

Goods Donors: 0

10%

Target : 200000.00 TK.
Status: Ongoing
Donate Now
Begum.co
Address: House No. 519 (4th Floor), Road No. 1. Dhanmondi. Dhaka 1205.
Joined Since: 25 May 2019

© 2018. All Rights Reserved. Powered By .